মানবিক নিউজ
৩৬০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবরে
নিজস্ব প্রতিবেদনঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৬০০০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাক প্রাথমিক পর্যায়ে ২৫৩০০ এবং প্রাথমিকে প্রায় ১০০০০ সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে। অক্টোবর ২০২০ এর প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ওয়েবসাইট আধুনিকায়ন করা হচ্ছে। ফলে এবার প্রার্থী আবেদন করার পর সফটওয়ারের মাধ্যমে অটোমেটিক ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই বাছাই করা হবে। এতে আবেদন যাচাই-বাছাই করতে সময় ক্ষেপণ হবে না।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারী নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান) স্নাতক (পাস) বা সমমান ডিগ্রী করা হয়। ২০১৯ সালে অনলাইন আবেদন ফি ১৬৬ টাকা হলেও এবার আবেদন ফি কিছুটা বাড়ানো হচ্ছে। বুয়েট ও টেলিটক মোবাইল কোম্পানির সহায়তায় আবেদন গ্রহণ, কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশ করা হবে। অনলাইন আবেদনের জন্য সময় দেওয়া হবে একমাস।প

