নৌকার বিজয়ে অগ্রনী ভূমিকায় থাকবে পৌর আওয়ামীলীগ; কাজী বাক্কিবিল্লাহ
সাংবাদিকদের সাথে রায়পুর পৌর আওয়ামীলীগের মতবিনিময়
জহিরুল ইসলাম টিটু:
আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিজয়ী করার লক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখবে রায়পুর পৌর আওয়ামীলীগ। এ অঙীকার ব্যাক্ত করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।
বুধবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর পৌর আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বায়েজিদ ভূঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহানসহ রায়পুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সদস্যগনসহ লক্ষ্মীপুর ও রায়পুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি, রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দিক নির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, রায়পুর পৌরসভায় একটি সুষ্ঠ নির্বাচনের লক্ষে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে (জাতির বিবেক) সাংবাদিকদের কলম যেন কোন ক্রমেই থেমে না যায়।
তিনি আরও বলেন, আমাদের প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। আমাদের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী। আমাদের এই প্রার্থীকে বিজয়ী করতে আমরা উপজেলা ও পৌর আওয়ামীলীগ বদ্ধ পরিকর।
উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ রোজ রবিবার ৫ম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর পৌরসভা নির্বাচন।
উক্ত নির্বাচনে ০৭জন মেয়র প্রার্থী, ৫৬জন কাউন্সিলর প্রার্থী ও ০৭জন সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করছেন।
