পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি
রায়পুর থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে উধাও ছিদ্দিক
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের উপজেলা পরিষদ সড়কের নেয়ামত প্লাজার এম,এস আর্ট নামক ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটর ছিদ্দিক উল্যার বিরুদ্ধে ৪০ লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, রায়পুর ১০নং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আহাম্মদ উল্যা পাটোয়ারী বাড়ির ছিদ্দিক উল্যা দীর্ঘ ২০ বছর ধরে ব্যাবসা করে আসছিলেন একই স্থানে। এতে করে সে সকলের বিশ্বস্ততা অর্জন করে। আর এই বিশ্বস্ততাকে পুঁজি করেই বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকার মতো হাতিয়ে উধাও হয়ে যায় সে।

ভুক্তভোগী স্বপন আহমেদ জানান, তার বিশ্বস্ততা ও আচরণে সন্তুষ্ট হয়েই তাকে আমার কর্মস্থল হইতে প্রায় তিন লক্ষ টাকার একটি লোন করে দেই। পরে জানতে পারি, হঠাৎ করেই গত বুধবার (৩১ ডিসেম্বর -২০২০) রকেট, বিকাশ, নগদ, বিভিন্ন এন,জি,ও এবং স্থানীয় পরিচিতদের নিকট হতে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে হঠাৎই সে লাপাত্তা হয়ে যায় সে।
তার পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত ৩১ ডিসেম্বর সে কাউকে কিছু না বলে ছিদ্দিক হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় তাকে খুঁজে পেতে তার স্ত্রী শামিমা আক্তার ও পরিবার খুবই চিন্তিত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে তারা রায়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছেন।
কিন্তু পাওনাদারগন রীতিমতো হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন সিদ্দিক উল্যাকে। একপর্যায়ে পাওনাদারদের কয়েকজন নিজেদের ফেসবুক টাইমলাইনে প্রতারক সিদ্দিককে খুঁজে পেতে ২০ হাজার টাকা নগদ পুরষ্কার ঘোষণা করেছেন এবং তাদের নাম্বারগুলো দিয়েছেন এই ব্যক্তিকে দেখা মাত্রই তাদেরকে জানানোর জন্য।
মোবাইল নাম্বারগুলো যথাক্রমেঃ
(১) ০১৭৩১-৩৪৬০৬৩ (২) ০১৮৩৩-০০৮৭৮৭ (৩) ০১৬৩০-৮১৪৪৭৭
